৪ বার জবাই করার পরও বেঁচে আছে মোরগটি, খাচ্ছে খাবারও : এলাকায় চাঞ্চল্য (দেখুন ভিডিওতে)

ঠিকঠাকভাবে চারবার জবাই করার পরও একটি মোরগ বেঁচে আছে। শুধু তাই নয়, দিব্যি দাঁড়িয়ে খাদ্য খাচ্ছে।

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর এলাকার ইসমাইল হাজীর বাড়ির এ মোরগ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার থেকে উৎসুক মানুষ মোরগটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করছেন।

এ সময় তারা মোবাইল ফোনে মোরগটির ছবি তুলছেন, ভিডিও করছেন। আবার কেউ কেউ তো মোরগের সঙ্গে সেলফিও তুলছেন।

বুধবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত মোরগটি জীবিত রয়েছে বলে জানিয়েছেন মালিক ছনোয়ারা বেগম (৪৯)।

তিনি জানান, ছয় মাস আগে তার স্বামী বালি প্রকাশ বাইল্যা মারা যান। স্বামীর আত্মার শান্তির জন্য তিনি মোরগটি ফাতেহা মান্নত করেন।

সে উদ্দেশে সোমবার সকাল ১১টায় হাটহাজারী বাজারস্থ ফকির মসজিদের মোয়াজ্জেম মনসুর প্রথমে মোরগটি জবাই করেন। কিন্তু পরক্ষণেই সেটি উঠে দৌঁড় দেয়।

ঠিকমতো হয়নি ভেবে ধরে আবার জবাই দিয়ে মনসুর চলে যান। কিন্তু এবারও মোরগটি উঠে দাঁড়ায়। এভাবে পরে আরও দু’বার মোরগটি জবাই করা হয়।

এতে মোরগটির খাদ্যনালী কেটে বের হয়ে গেছে। কিন্তু মোরগটি মারা যায়নি। দাঁড়িয়ে খাদ্য গ্রহণ করছে। কিন্তু খাদ্যনালী কেটে যাওয়ায় খাদ্য পাকস্থলিতে যেতে পারছে না।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই