বিশ্বাস করুন আর না করুন, ছবি আঁকতে পারে সি-লায়ন!
আপনি কি ছবি আঁকতে খুব পছন্দ করেন? বা নিজেও ছবি আঁকেন? অথবা নিজে ছবিটা ভালো না আঁকতে পারলেও, ভালো শিল্পীর কদর বোঝেন? তাহলে আপনার জন্য রইলো দুর্দান্ত এক শিল্পীর ছবি। তার লেখা বা আঁকা যেমন দেখার, তেমনই শিল্পীকেও দেখার।
আর এই শিল্পীকে একবার দেখলে আর ভুলতে পারবেন না তাকে।
হ্যাঁ, এটিই সেই শিল্পী। সে একটি সি-লায়ন। ও থাকে জাপানের ইয়াকোহোমাতে। তাকে ছবি আঁকা শেখানো হয়েছে। আর সে দিব্যি ছবি এঁকে দিচ্ছে নানারকম। শুধু ছবিতেই সীমাবদ্ধ রাখেনি নিজেকে। সে এখন অল্পবিস্তর চীনা ভাষাও লিখতে পারে! বিশ্বাস না হলে, নিজেই দেখুন, কীভাবে মুখে তুলি ঝুলিয়ে দিব্যি চীনা হরফ লিখছে সে। – জিনিউজ
মন্তব্য চালু নেই