রাবিতে নয় দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু ২৯ ডিসেম্বর
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নয় দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ ডিসেম্বর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২ তম জন্মবার্ষিকী ও চারুকলা বিভাগের প্রাতিষ্ঠানিক সূত্রপাত উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করছে চারুকলা অনুষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।
২৯ ডিসেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রখ্যাত কথা সাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক। একই দিনে শিক্ষার্থী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণী করা হবে বলে জানান তিনি। উক্ত অনুষ্ঠানে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি প্রফেসর হাসান আজিজুল হক ও বিশেষ অতিথি প্রফেসর ড. সায়েন উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।
প্রদর্শনীতে চারুকলা অনুষদের তিনটি বিভাগের ২৮৮ জন শিক্ষার্থী শিল্পিদের মোট ৩৭৯ টি শিল্পকর্ম প্রদর্শনী হবে। এছাড়াও শিক্ষার্থীদের ৮ টি শ্রেণীতে মোট ৪৬ টি পুরস্কার প্রদান করা হবে বলে জানান তিনি। এর মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মরণে সকল মাধ্যমে শ্রেষ্ঠ ১ টি, শ্রেণী শ্রেষ্ঠ ২৯ টি, মাধ্যম শ্রেষ্ঠ ৭ টি, নিরীক্ষাধর্মী ৭টি, ক্যাটালগ কভার ডিজাইনে ১ টি, পোস্টার ডিজাইনে ১ টি পুরস্কার প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, প্রভাষক মমতাজ পারভীন, সুজন সেন, মোছা. নাজনীন আকতার প্রমুখ।
মন্তব্য চালু নেই