শাহরিয়ার জয়ের সুর-সংগীতে গাইলেন তাহসান
দেশের জনপ্রিয় গায়ক তাহসান খান। আজকাল গানের পাশাপাশি অভিনয় ও মডেলিং নিয়েও সমান ব্যস্ত তিনি। প্রায় সময়ই দেখা যায় বিভিন্ন রকমের নাটকের শুটিংয়ে। সম্প্রতি গ্রামীনফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন ‘আলো আলো’ খ্যাত এই গায়ক।
তবে বেশ কিছুদিন পর শ্রোতাদের জন্য আবারো গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তাহসান। ‘স্বল্প কথার গল্প’ শিরোনামে গানটির কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। এর সুর-সঙ্গীত করেছেন শাহরিয়ার জয়।
নতুন এই গান নিয়ে তাহসান বলেন, ‘খুব চমৎকার একটি গানে কণ্ঠ দিয়েছি। শাহরিয়ার জয় শ্রুতিমধুর সংগীতায়োজন করেছেন। গানটির আবেদন শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
গানটি প্রসঙ্গে গীতিকার ওমর ফারুক বিশাল বলেন, ‘গতকাল রাতে গানটির রেকর্ড হয়েছে। গানটি গাওয়ার আগে-পরে তাহসান ভাই বেশ কয়েকবার আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আশা করছি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’
গানটি শিগগিরই শুনতে পাওয়া যাবে বলে জানালেন ওমর ফারুক বিশাল।
মন্তব্য চালু নেই