দীপিকার মুখে ক্যাটরিনার প্রশংসা!

আনুশকা শর্মার সঙ্গে কোনো বিরোধ নেই দীপিকা পাড়ুকোনের। দু’জনের সম্পর্ক বেশ ভালোই। কিন্তু ক্যাটরিনা কাইফকে যে দীপিকা সহ্য করতে পারেন না, সেটা জানা কথা। সম্প্রতি সে জায়গা থেকে নাকি সরে আসছেন দু’জনেই। বিরোধ ভুলে সম্প্রতি গল্পে মেতেছিলেন। তবে সেটা শোনা কথা। এবার দীপিকা প্রমাণ নিয়েই হাজির।

সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ক্যাটরিনার প্রশংসায় মুখর হয়েছেন তিনি। ক্যাটরিনা ও আনুশকা সম্প্রতি গিয়েছিলেন একটি রিয়েলিটি শোয়ের অতিথি হয়ে। বেশ ভালোই মজা করেছেন তারা। টিভিতে দেখার পর অনেকেই পর্বটির প্রশংসা করেছেন। টেলিভিশনের সামনে বসে ক্যাটরিনা-আনুশকার কর্মকাণ্ডে মজা পেয়েছেন দীপিকাও। তাই ফেসবুকে সহকর্মীর প্রশংসা করতে ভোলেননি তিনি।



মন্তব্য চালু নেই