ফের বড় দুর্ঘটনায় ফুটবলার ও ভক্তসহ ৩০ জন নিহত

আর একটি কালো অধ্যায়। আধার নেমে আসলো। ফের বড় দুর্ঘটনায় ফুটবল দল ও ভক্তসহ ৩০ জন নিহত। ফুটবল দল ও সমর্থকবাহী নৌকা ডুবে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। কঙ্গো সীমান্তের কাছে লেক আলবার্টে ওই নৌকাডুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় দৈনিক ডেইলি মনিটর এক প্রতিবেদনে বলছে, নৌকাডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধারে করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ২১ জন।

পুলিশ কমান্ডার জন রাতাগিরা বলেছেন, ধারণ ক্ষমতার বেশি আরোহী উঠার কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা এএফপি বলছে, উগান্ডায় নৌকা ডুবে ৩০ জন তলিয়ে গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার পর ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বড়দিন উপলেক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। তবে নৌকাটিতে ঠিক কতজন খেলোয়াড় ছিলেন; সেবিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

লেক আলবার্টে এটিই প্রথম কোনো দুর্ঘটনা নয়; এর আগেও অন্তত ছয়টি দুর্ঘটনা ঘটেছে। ২০১০ সালে লেক আলবার্টে নৌকা ডুবে ৭০ জন নিহত হয়। ২০০৪ সালে নৌকাডুবিতে ৪৫ জনের প্রাণহানি ঘটে।



মন্তব্য চালু নেই