ব্র্যাডের সন্তানের মা হচ্ছেন কেট?

ব্যাড পিট-অ্যাঞ্জোলিনা জোলির সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে অন্য নারীর কথা শোনা গিয়েছিল। ব্র্যাড পিটের সঙ্গে কেট হাডসনের রোম্যান্সই নাকি অ্যাঞ্জোলিনাকে দূরে সরে যেতে বাধ্য করেছিল।

শোনা যাচ্ছে, সেই কেট নাকি এখন সন্তানসম্ভবা। ব্র্যাডের সন্তানই নাকি রয়েছে তার গর্ভে!
একটি বিদেশি ম্যাগাজিনের খবর অনুযায়ী, কেটের সঙ্গেই ডেট করছিলেন ব্র্যাড। কেট আপাতত ব্র্যাডের সন্তানেরই মা হতে চলেছেন। লস এঞ্জেলসে একটি ফ্যাশন ম্যাগাজিনের শুটিংয়ে সম্প্রতি তার বেবি বাম্প স্পষ্টভাবে দেখা গিয়েছে।

সূত্রের খবর, ব্র্যাড আর কেট বছরের শেষ সপ্তাহে সুন্দর ছুটির প্ল্যান করেছেন। ব্র্যাডের সন্তানের মা হতে চলেছেন কি না কেট, তা এখনও কেউ স্বীকার করেনি। তবে খবর সত্যি হলে সেটাই হবে নিউ ইয়ারের সবচেয়ে বড় সারপ্রাইজ।



মন্তব্য চালু নেই