কেন আলোচনায় থাকেন না আমির খানের মেয়ে?
লগন-এর সময় থেকে সম্পর্কের টানাপড়েন। আর ওই সময় আচমকাই কিরণ চলে আসেন আমির এবং রিনা দত্তের মাঝে।
আর এরপর রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদটা হয়েই যায় আমিরের। এরপর কিরণকে বিয়ে এবং আজাদকে নিয়ে শেখে সংসার করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু, রিনার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও প্রথম পক্ষের দুই সন্তানের সঙ্গে তাঁর সম্পর্ক সেই আগের মতই।
সাইফ আলি খানের মেয়ে সারা কিম্বা অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলিকে নিয়ে সংবাদমাধ্যম বেশ আলোচনা শুরু করেছে, তখন আমির কন্যা ইরা কিন্তু লাইমলাইটের ধারপাশেও নেই। আর এবার তাই বাবর সঙ্গেই দঙ্গল-এর স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গেল আমির-রিনার মেয়ে ইরা খানকে।
বাবার সঙ্গে গাড়িতে চেপে এলেন দঙ্গলের স্পেশাল স্ক্রিনিং দেখতে। আবার বাধ্য মেয়ের মতো বাবার সঙ্গেই বেরিয়ে গেলেন। যেন সংবাদমাধ্যমকে কিছুটা এড়িয়ে, আর পাঁচটা সাধারণ বাড়ির মেয়ের মতই দেখা গেল ইরাকে।
মন্তব্য চালু নেই