সেদিনের পর যত্ন করে চুল আঁচড়াতে পারেন না রূপা

চলতি বছরের ২২ মে তৃণমূল কর্মীরা তার ওপর হামলা করেছিল দাবি করে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেছেন, ওই দিনের পর থেকে যত্ন করে চুল আঁচড়াতে পারি না। যত্ন করে তেল মাখতে পারি না।

যত্ন করে শ্যাম্পু করতে পারি না। ’’

মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে (স্মল ব্রেন হেমাটোমা) গত শুক্রবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাংসদ রূপা। এরপর রবিবার দুপুরে বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসকেরা আগামী ১০ দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

অভিযোগ, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে গত ২২ মে আক্রান্ত দলীয় কর্মীকে দেখে ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিলেন রূপা। বিজেপি’র দাবি, রূপার অসুস্থতার সঙ্গে সেই ঘটনার সম্পর্ক রয়েছে। কীভাবে তাকে ‘মারধর’ করা হয়েছিল, তা বলতে গিয়ে এদিন গলা ধরে আসছিল রূপার।

সূত্র: এবেলা



মন্তব্য চালু নেই