সাহারা-বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়

সাহারার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্কের বিষয়টি নিয়ে ভারতের মিডিয়ায় বেশ কয়েক দিন ধরে লেখা ছাপা হচ্ছে।আর এসব প্রতিবেদন অবশ্যই নেতিবাচক।

আজ কলকাতার একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘সাহারা-বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়’ শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়, ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ ভারতে এখন কালো তালিকাভুক্ত৷ অর্থাৎ একটি বেআইনী অর্থলগ্নী সংস্থা৷ আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত একটি ‘চিটফান্ড’৷ যার সর্বময় কর্তা সাহারাশ্রী সুব্রত রায়৷ আর্থিক তছরুপের দায়ে বর্তমানে যিনি তিহার জেলের বাসিন্দা৷ সাহারাশ্রী নিজেই এখন সাহারাহীন৷ জামিনের ১০ হাজার কোটি টাকা জোগাড় করতে জমি-সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে হচ্ছে তাকে৷ এক সময়কার ‘ভগবান’ সুব্রত রায় এখন কলঙ্কিত৷ বাজার থেকে কোটি কোটি টাকা তুলে হিসেব বর্হিভূত সম্পতির মালিক সুব্রত রায়ের মুখ হচ্ছে কালিমালিপ্ত৷ হাজার হাজার গরীব এবং সাধারণ আমানতকারীর টাকায় ফুলে ফেঁপে উঠেছিল সাহারা ইন্ডিয়া পরিবার৷ কিন্তু সময় মত আমানতকারীদের টাকা ফেরৎ দেয়নি সাহারা৷ সাহারাকে নিজেদের সর্বস্ব দিয়ে এখন পথে বসেছেন প্রচুর মানুষ৷

এহেন একটি সংস্থা কোটি কোটি টাকার বিনিময়ে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান স্পনসর৷ প্রতিবেশী দেশের কালো তালিকাভুক্ত কোনও সংস্থার স্পনসরশিপ কখনই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশ্বের দরবারে ভাল বিজ্ঞাপন হতে পারে না৷ ভাল বিজ্ঞাপন হতে পারে না দেশের মানুষের কাছেও৷ সাহারা বাংলাদেশ ক্রিকেট দলের সাময়িক আর্থিক চাহিদা মেটালেও, পরোক্ষে কিন্তু কালিমালিপ্ত করছে দেশের জাতীয় দলকেই৷সাহারার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্কের বিষয়টি নিয়ে ভারতের মিডিয়ায় বেশ কয়েক দিন ধরে লেখা ছাপা হচ্ছে।আর এসব প্রতিবেদন অবশ্যই নেতিবাচক।

আজ কলকাতার একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘সাহারা-বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়’ শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়, ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ ভারতে এখন কালো তালিকাভুক্ত৷ অর্থাৎ একটি বেআইনী অর্থলগ্নী সংস্থা৷ আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত একটি ‘চিটফান্ড’৷ যার সর্বময় কর্তা সাহারাশ্রী সুব্রত রায়৷ আর্থিক তছরুপের দায়ে বর্তমানে যিনি তিহার জেলের বাসিন্দা৷ সাহারাশ্রী নিজেই এখন সাহারাহীন৷ জামিনের ১০ হাজার কোটি টাকা জোগাড় করতে জমি-সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে হচ্ছে তাকে৷ এক সময়কার ‘ভগবান’ সুব্রত রায় এখন কলঙ্কিত৷ বাজার থেকে কোটি কোটি টাকা তুলে হিসেব বর্হিভূত সম্পতির মালিক সুব্রত রায়ের মুখ হচ্ছে কালিমালিপ্ত৷ হাজার হাজার গরীব এবং সাধারণ আমানতকারীর টাকায় ফুলে ফেঁপে উঠেছিল সাহারা ইন্ডিয়া পরিবার৷ কিন্তু সময় মত আমানতকারীদের টাকা ফেরৎ দেয়নি সাহারা৷ সাহারাকে নিজেদের সর্বস্ব দিয়ে এখন পথে বসেছেন প্রচুর মানুষ৷

এহেন একটি সংস্থা কোটি কোটি টাকার বিনিময়ে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান স্পনসর৷ প্রতিবেশী দেশের কালো তালিকাভুক্ত কোনও সংস্থার স্পনসরশিপ কখনই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশ্বের দরবারে ভাল বিজ্ঞাপন হতে পারে না৷ ভাল বিজ্ঞাপন হতে পারে না দেশের মানুষের কাছেও৷ সাহারা বাংলাদেশ ক্রিকেট দলের সাময়িক আর্থিক চাহিদা মেটালেও, পরোক্ষে কিন্তু কালিমালিপ্ত করছে দেশের জাতীয় দলকেই৷সাহারার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্কের বিষয়টি নিয়ে ভারতের মিডিয়ায় বেশ কয়েক দিন ধরে লেখা ছাপা হচ্ছে।আর এসব প্রতিবেদন অবশ্যই নেতিবাচক।

আজ কলকাতার একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘সাহারা-বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়’ শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়, ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ ভারতে এখন কালো তালিকাভুক্ত৷ অর্থাৎ একটি বেআইনী অর্থলগ্নী সংস্থা৷ আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত একটি ‘চিটফান্ড’৷ যার সর্বময় কর্তা সাহারাশ্রী সুব্রত রায়৷ আর্থিক তছরুপের দায়ে বর্তমানে যিনি তিহার জেলের বাসিন্দা৷ সাহারাশ্রী নিজেই এখন সাহারাহীন৷ জামিনের ১০ হাজার কোটি টাকা জোগাড় করতে জমি-সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে হচ্ছে তাকে৷ এক সময়কার ‘ভগবান’ সুব্রত রায় এখন কলঙ্কিত৷ বাজার থেকে কোটি কোটি টাকা তুলে হিসেব বর্হিভূত সম্পতির মালিক সুব্রত রায়ের মুখ হচ্ছে কালিমালিপ্ত৷ হাজার হাজার গরীব এবং সাধারণ আমানতকারীর টাকায় ফুলে ফেঁপে উঠেছিল সাহারা ইন্ডিয়া পরিবার৷ কিন্তু সময় মত আমানতকারীদের টাকা ফেরৎ দেয়নি সাহারা৷ সাহারাকে নিজেদের সর্বস্ব দিয়ে এখন পথে বসেছেন প্রচুর মানুষ৷

এহেন একটি সংস্থা কোটি কোটি টাকার বিনিময়ে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান স্পনসর৷ প্রতিবেশী দেশের কালো তালিকাভুক্ত কোনও সংস্থার স্পনসরশিপ কখনই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশ্বের দরবারে ভাল বিজ্ঞাপন হতে পারে না৷ ভাল বিজ্ঞাপন হতে পারে না দেশের মানুষের কাছেও৷ সাহারা বাংলাদেশ ক্রিকেট দলের সাময়িক আর্থিক চাহিদা মেটালেও, পরোক্ষে কিন্তু কালিমালিপ্ত করছে দেশের জাতীয় দলকেই৷



মন্তব্য চালু নেই