বল হাতে বিধ্বংসী রুপে মুস্তাফিজ-মাশরাফি, ঠান্ডা মাথায় নিউজিল্যান্ড
৪৩ ওভারে টাইগারদের করা ২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। ছয় মাস পর মাঠে নেমে বল হাতে বিধ্বংসী রুপে দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে। তার ওভার যেন কোন রকম পার করতে পারলেই বাঁচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।
এছাড়া বল হাতে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছেন মাশরাফি ও রুবেল হোসেন। এদিকে একেবারে ঠান্ডা মাথায় এগোচ্ছে নিউজিল্যান্ড।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩ ওভারে ৫৮ রানে ১ উইকেট।
বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ভোর ৪টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর খেলা শুরু হয়।
বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায়, তানভীর হায়দার।
নিউজিল্যান্ড দল:
রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, কোল ম্যাকোনহি (অধিনায়ক), বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজাজ প্যাটেল, ইয়ান ম্যাকপিক।
মন্তব্য চালু নেই