গত রাতে উত্তরা ক্লাবে ঘটে গেল সালমার জীবনের স্মরণীয় ঘটনা!
গতকাল রাতে উত্তরা ক্লাবে ‘মিউজিক্যাল নাইট’ কণ্ঠশিল্পী হিসবে উপস্থিত ছিলেন তিন ক্লোজ আপ তারকা সালমা, পুতুল ও মিম। এখানেই ঘটে গেল সালমার জীবনের অন্যতম একটি স্মরণীয় ঘটনা।
অন্তত এমনটাই জানালেন সালমা। গান গাচ্ছিলেন সালমা এসময় মঞ্চে উঠে আসেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা। নচিকেতা এসময় সালমাকে আশীর্বাদ করেন।
সালমা নিজের ফেসবুকে লিখেছেন, আমি সত্যিই অভিভূত, উত্তেজিত ছিলাম। যখন মঞ্চে গান গাচ্ছি সেসময় বিস্ময় নিয়ে দেখলাম আমার প্রিয় গায়ক মেগা স্টার নচিকেতা দাদা মঞ্চে উঠে এলেন।
এরপর তিনি এসে আমাকে আশীর্বাদ করেন ও শুভকামনা জানান। সালমা বলেন, সত্যিই এটা আমার জীবনের অত্যন্ত স্মরণীয় একটি ঘটনা ছিল।
মন্তব্য চালু নেই