কুড়িগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবস আভ্যন্তরিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী আভ্যন্তরিন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। সোমবার সন্ধ্যায় দুইটি ইভেন্টে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণির মধ্যে দিয়ে এ প্রতিযোগীতা শেষ হয়। পুরষ্কার বিতরণ করেন সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাবেক সভাপতি ছানালাল বক্সী, সহ-সভাপতি ইউনুছ আলী, সাংবাদিক অলক সরকার, হাসিবুর রহমান হাসিব প্রমূখ।

উক্ত প্রতিযোগীতায় ব্যাডমিন্টন ডাবলসে এ শ্যামল-বাদশা জুটি, ব্যাডমিন্টন এককে সম্রাট, কেরাম ডাবলসে বিপ্লব-জাহিদ জুটি চাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় ২১ জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক অংশ নেয়।



মন্তব্য চালু নেই