‘আমার সবটুকু ভালোবাসা ও শ্রদ্ধা সালমানকে দিতে চাই’

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ২৭ ডিসেম্বর নিজের ৫১তম জন্মদিন পালন করবেন। এ উপলক্ষ্যে নিশ্চিত অনেকের কাছ থেকে উপহার পাবেন।

সালমানের সবচেয়ে কাছের একজন লুলিয়া ভানতুর। তিনি সালমানকে কী উপহার দিচ্ছেন?
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোয়ের রেড কার্পেটে হাজির হন লুলিয়া। সেখানেই এ প্রশ্ন করা হয় তাকে। উত্তরে লুলিয়া জানান, তিনি তার সবটুকু ভালোবাসা ও শ্রদ্ধা সালমানকে দিতে চান।

ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাইয়ের মতো রোমানিয়ার টিভি অভিনেত্রী লুলিয়ার সঙ্গেও সালমানের প্রেমের গুঞ্জন রয়েছে। সালমানের বাড়িতেই থাকেন লুলিয়া। সালমানের পরিবারের সদস্যদের সঙ্গে তার বেশ ভালোই খাতির। সালমানের তত্ত্ববধানেই বলিউডের ক্যারিয়ার শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি।



মন্তব্য চালু নেই