কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সঙ্কট নিরসনের উপায় খুঁজে বের করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছেছেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কুতুপালং ক্যাম্পের হেলিপেডে পৌঁছান।
তিনি রোহিঙ্গাদের সঙ্গে আলাপসহ মিয়ানমারে তাদের ওপর সে দেশের সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ও রাখাইন সম্প্রদায়ের নির্যাতনের কাহিনী শোনেন এবং তাদের সমবেদনা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব শহিদুল হক, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ দু’দেশের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা।
মন্তব্য চালু নেই