দু’টো ভিক্ষাপাত্র কিনলে একটা ভিক্ষাপাত্র ফ্রি! জামা-কাপড়ের ফ্যাশনে একি হাল
টুইটারে যেসব বলিউড তারকাকে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে দেখা যায় তাদের মধ্যে একজন হলেন ঋষি কাপুর। এবার তিনি সরব হয়েছেন বর্তমান প্রজন্মের পোশাক-আশাক নিয়ে। সম্প্রতি তিনি গিয়ে হাজির হয়েছিলেন মুম্বই-এর নামজাদা জামাকাপড়ের দোকান ‘জারা’য়।
আশা করেছিলেন, ভাল দেখে পোশাক কিনবেন। কিন্তু দোকানে সাজানো জামাকাপড়ের যা হাল দেখেন তিনি, তাতে চোখ কপালে ওঠে তার। দেখেন যে, দোকানে সাজানো রয়েছে যত রাজ্যের ছেঁড়াখোঁড়া জামাকাপড়।
বিরক্ত ঋষি কাপুর বাড়ি ফিরেই টুইট করেন— ‘‘জারা’য় সেল চলছে। দু’টো ভিক্ষাপাত্র কিনলে একটা ভিক্ষাপাত্র ফ্রি।’’ ঋষির ইঙ্গিত ছিল যেসব পোশাক বিক্রি হচ্ছে সেগুলি ভিখিরিদের পরিধেয়।
মন্তব্য চালু নেই