মোস্তাফিজের কারণেই দলে নেই বোল্ট!

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের দশম মৌসুম শুরুর আগে দলগুলোকে খেলোয়াড় ছাড়ার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। এই সময়ের মধ্যে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ চারজন দেশি ও দুইজন বিদেশিসহ মোট ৬ জনকে ছেড়ে দিয়েছে। আর দুই বিদেশির একজন নিউজিল্যান্ডের তারকা বোলার ট্রেন্ট বোল্ট।

জানা গিয়েছে বিদেশি কোটায় মোস্তাফিজই ছিল দলটির প্রথম পছন্দ। এবার তাই বোল্টকে আর শুধু শুধু টাকা খরচ করে নেয়নি ফ্রাঞ্চাইজিটি।

মুম্বাই মিরর জানিয়েছে, হায়দ্রাবাদ বোল্টকে স্কোয়াডে রাখেনি অন্যতম কারণ মোস্তাফিজ। আর তরুন মোস্তাফিজ দলে আছে বলেই বোল্টের আর প্রয়োজন পড়ে না তাই তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। গত আসরের আইপিএলে বোল্টকে ছয় লাখ ইউএস ডলার দিয়ে দলে টেনেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

এদিকে প্রথমবারের মতো গত বছর আইপিএল খেলতে গিয়ে মোস্তাফিজ সবার নজর কেড়েছেন বোলিং দিয়ে। হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করতে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। হয়েছিলেন সে আসরের টুর্নামেন্ট সেরা উদীয়মান ক্রিকেটার।



মন্তব্য চালু নেই