পর্ণ ভিডিও দেখার সময় ছাত্রকে হাতে নাতে ধরে পুলিশ যা করলো ভাবতেই পারবেন না

প্রকাশ্যে সাইবার ক্যাফেতে ‘পর্ণ-সিনেমা’ দেখায় নিষেধাজ্ঞা রয়েছে৷ আর নাবালকদের ক্ষেত্রে তো সেই অনুমতিও নেই৷ তবে কে সেটা মানছে৷বাধা-নিষেধ উড়িয়েই নীল ছবি দেখতে মগ্ন তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের ক্ষুদে পডুয়ার দল৷

হায়দরাবাদ শহরের বিভিন্ন ক্যাফেতে রমরমিয়ে চলছে নীলছবি৷ তাতে বুঁদ হয়ে রয়েছে নাবলকরা৷ এমন অভিযোগ আসতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন৷ হানা দেওয়া হয় অন্তত ৯২টি ক্যাফেতে৷ তাতেই ধরা পড়েছে ৪৭ জন ক্ষুদে পড়ুয়া৷ যারা তন্ময় হয়ে নীলছবি দেখছিল৷ এদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে৷

সম্প্রতি হায়দরাবাদ পুলিশের কাছে কিছু সাইবার ক্যাফের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবহারের নিয়ম অগ্রাহ্য করার অভিযোগ পড়েছিল৷ তাতে বলা হয়েছিল, টাকা রোজগারের জন্য সাইবার ক্যাফেগুলি আপত্তিকর বিষয়বস্তু নাবালকদের দেখিয়ে চলেছে৷ হায়দরাবাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যনারায়ণ জানান,আমাদের কাছে বহুদিন ধরেই এই অভিযোগ আসছিল৷ বেশ কয়েকজন নাবালক পড়ুয়ার বাবা-মা অভিযোগ করেছিলেন, তাদের ছেলে-মেয়েরা স্কুল কামাই করে সাইবার ক্যাফেতে গিয়ে আপত্তিকর ছবি দেখছে৷ সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়৷



মন্তব্য চালু নেই