এবার বিদেশীকে বিয়ে করলেন আনুশেহ
জনপ্রিয় সংগীতশিল্পী আনুশেহ আনাদিল ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
বিজয় দিবসে তিনি গিটারিস্ট সেথ পান্ডুরাঙা ব্লুমবার্গকে বিয়ে করেছেন।
দুই সন্তানের জননী আনুশেহ আনাদিলের এটি দ্বিতীয় বিয়ে। আগে তিনি সংগীতশিল্পী বুনোকে বিয়ে করেছিলেন।
সেই ঘরে আরাশ ও রাহা নামে আনুশেহর দুই সন্তান রয়েছে। বছর সাতেক আগে বুনোর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
রাজধানীর বনানীতে আনুশেহর মা লুবনা মারিয়ামের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শুক্রবার দুপুরে বিয়ের পরপরই আনুশেহর মা ফেসবুকে মালাবদলের ছবিসহ নবদম্পতিকে শুভকামনা জানিয়ে পোস্ট দেন।
গিটারিস্ট পান্ডুরাঙা বছর সাতেক ধরে বাংলাদেশে থাকছেন। তার জন্ম যুক্তরাষ্ট্রে। পান্ডুরাঙা ও আনুশেহ দু’জনে মিলে ‘বাহক’ নামে একটি গানের দল গড়েছিলেন।
মন্তব্য চালু নেই