হাঁটতে শিখে গেছে জুকারবাগের্র মেয়ে

গেল বছরের ডিসেম্বরে ফুটফুটে একটি মেয়ে সন্তানের বাবা হন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। মেয়ের নাম ম্যাক্স। দেখতে দেখতে ম্যাক্সের বয়স পেরিয়েছে এক বছর।

এখন হাঁটতেও শিখে গেছে ছোট্ট ম্যাক্স। জীবনের স্মরণীয় এই মুহূর্তের একটি ভিডিও শুক্রবার রাতে ফেসবুকে শেয়ার করেছেন জুকারবার্গ।

৩৬০ ডিগ্রির ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ম্যাক্স গুড়ি গুড়ি পায়ে হেঁটে এসে জড়িয়ে ধরছে বাবাকে।

ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে জুকারবার্গ লিখেছেন, আমি যেদিন প্রথম হাঁটা শিখি আমার মা সে তারিখটি লিখে রেখেছিলেন। যখন আমার বোনের ছেলে-মেয়েরা হাঁটতে শেখে সে ছবি তোলে ও ভিডিও করে রাখে। ম্যাক্স যখন হাঁটা শিখল আমি পুরো দৃশ্যপটটাই ধারণ করতে চেয়েছিলাম, যাতে করে আমার বন্ধু ও আত্মীয়রা মনে করে তারা যেন ঠিক এখানেই আছে।



মন্তব্য চালু নেই