খানদের দ্বিতীয় প্রজন্ম বড় পরদায় আসার জন্য কতটা তৈরি?
ব্যাপারটা নাকি স্রেফ সময়ের অপেক্ষা। সেফ আলি খানের মেয়ে সারা এবং শাহরুখ খানের ছেলে আরিয়ানের একসঙ্গে ডেবিউ হতে চলেছে। নামী স্টার কিড বলে কথা, ব্যাপারটা তাই আটঘাট বেঁধেই হচ্ছে।
কিছুদিন আগে শোনা গিয়েছিল, কর্ণ জোহরের ‘ধর্ম প্রোডাকশন্স’এর ছবিতে হৃতিক রোশনের বিপরীতে নাকি সারা আলি খান ডেবিউ করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, কর্ণ চান আরিয়ান আর সারাকে একসঙ্গে পরদায় নিয়ে আসতে। সে জন্য তিনি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। সারাকে একটু অপেক্ষা করার কথা বলেছেন কর্ণ। তিনি দু’জনকে বেশ বড়ভাবে লঞ্চ করার পরিকল্পনা করছেন। আরিয়ান পড়াশোনা শেষ করে মুম্বাইয়ে ফেরার পরেই কর্ণ ছবির কাজ শুরু করে দেবেন বলে শোনা যাচ্ছে। শাহরুখও ছেলেকে তালিম দিতে কসুর করেননি।
কিংগ খান একবার বলেছিলেন, ‘‘আরিয়ানকে আমি প্রচুর সিনেমা দেখতে বলি। হলিউড ক্লাসিক্স, বলিউডের পুরনো ছবি, আমার ছবি, অন্যদের ছবি— সবকিছুই দেখতে বলি ওকে।’’ বোঝা যাচ্ছে, লঞ্চিংয়ের প্রস্তুতি জোরকদমেই চলছে দুই স্টার কিডের। -এবেলা।
মন্তব্য চালু নেই