“কোটালীপাড়ায় মহান বিজয় দিবস পালিত ”

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। বিজয় দিবস উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়ের প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে ৩১ বার তেপান্নধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্ধ, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রেসক্লাবের পক্ষথেকে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা “কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে” কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমাউন কবির, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষèী রানী সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্নু, বর্তমান সভাপতি মেহেদি হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।



মন্তব্য চালু নেই