দুর্ঘটনায় মৃত অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষী
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মারা গেলেন অভিনেতা অক্ষয় কুমারের এক দেহরক্ষী। মথুরা জংশনে একটি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান মনোজ শর্মা নামের ওই নিরাপত্তারক্ষী।
কর্নাটক এক্সপ্রেসে করে আগ্রার বাসিন্দা মনোজ বাড়ি ফিরছিলেন। মথুরাতে এসেছিলেন অক্ষয়ের শুটিং ইউনিটের সঙ্গে। গত এক মাস ধরে মথুরাতে অক্ষয় কুমার তাঁর নতুন ছবি ‘টয়লেট এক প্রেম কথা’-র কথার শুটিংয়ে ব্যস্ত। নয়াদিল্লি থেকে বেঙ্গালুরুগামী এই ট্রেনটি মথুরায় মাত্র দু’মিনিটের জন্য দাঁড়ায়। সেদিন ট্রেনটি ঘন্টা দুয়েক দেরিতে চলছিল। মথুরায় দুই নম্বর প্ল্যাটফর্মে আসে কর্নাটক এক্সপ্রেস। সোমবার রাত আটটা নাগাদ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন মনোজ। চলে যান ট্রেনের নীচে।-আনন্দবাজার
মন্তব্য চালু নেই