সাফল্যের রহস্য জানালেন সানিয়া

কঠোর পরিশ্রম ছাড়া জীবনে বড় হওয়া যায় না। প্রত্যেক মানুষের সফলতার পেছনে কঠোর পরিশ্রম ও ধৈর্য্য রয়েছে।

আর কঠোর পরিশ্রমের মাধ্যমেই টেনিসে সফল হয়েছেন ভারতের এক নম্বর টেনিস তারকা সানিয়া মির্জা। নিজেই এমন কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, যখন এক নম্বর ছিলাম না, তখনও কঠোর পরিশ্রম করে গিয়েছি। আর এখনও পরিশ্রম করি।

গত ৯ মাস ধরে বিশ্ব ডাবলস র‌্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন সানিয়া। তবে তা নিয়ে মোটেও উল্লসিত নন পাক ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া।

সানিয়া বলেন, কেউই চিরদিন শীর্ষস্থান ধরে রাখতে পারে না। তাই ওই বিষয় নিয়ে আমি মোটেও ভাবি না। ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারছি কি না, সেটাই আমার কাছে মূখ্য।

ডাবলসে ফের মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধেছেন সানিয়া। আগামী বছরে তাদের বড় চ্যালেঞ্জার হিসাবে উঠে আসছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া ও ক্রিস্টিনা ল্যাডেনোভিচ জুটি।

তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন সানিয়া।

তিনি বলেন, ‘শীর্ষস্থান হারালেই যে আমি ঘুরে দাঁড়াতে পারব না বিষয়টা এমন নয়। যে কেউ এক নম্বর হতে পারেন। আর এই সত্যটা মেনে নিয়েই আমি প্রত্যেকটি চ্যালেঞ্জের মোকাবেলা করি।



মন্তব্য চালু নেই