চেলসি ছেড়ে চীনা ক্লাবে ব্রাজিলীয় তারকা অস্কার!
চীনে পাড়ি জমাতে যাওয়া বড় ফুটবল তারকাদের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন ব্রাজিলের আন্তর্জাতিক মিডফিল্ডার অস্কার। ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসি থেকে তিনি চীনের সাংহাই এসআইপিজিতে যোগ দিতে যাচ্ছেন বলে বুধবার ব্রিটিশ গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।
প্রকাশিত রিপোর্ট সত্যি হলে এক বছরের মধ্যে দ্বিতীয় ব্রাজিলীয় হিসেবে ২৫ বছর বয়সী এই তারকা ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ক্লাব ছেড়ে চীনে পাড়ি জমাবেন। এর আগে গত জানুয়ারিতে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চীনের জিয়াংসু সানিংয়ে যোগ দিয়েছিলেন চেলসির আরেক ব্রাজিলীয় তারকা রামিরেস। ২০১২-১৩ মৌসুমে পতুৃগীজ কোচ আন্দ্রে ভিলাস বোয়াস স্পার্স ছেড়ে সাংহাইয়ের কোচ হিসেবে যোগ দেয়ার পর থেকেই প্রিমিয়ার লীগকে লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ২০১১-১২ মৌসুমে বোয়াসের ওপর রুষ্ঠ হয়ে চেলসিতে যোগ দিয়েছিলেন অস্কার। আর এবার সেই অস্কারকেই নিজ দলে ভেড়াতে সক্ষম হলেন বোয়াস।
প্রতিদ্বন্দ্বী ক্লাব জিয়াংসু সানিংয়ের কোচ লুইস ফেলিপ স্কলারির সঙ্গে পাল্লা দিয়ে অস্কারকে দলে ভেড়ালেন তিনি। স্কলারির অধীনেই ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অংশ নিয়েছিলেন অস্কার। সেমি-ফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলের ব্যবধানে চরমভাবে বিধ্বস্ত হওয়া স্বাগতিক দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন তিনি।
মন্তব্য চালু নেই