বাঁধনের সঙ্গে গাইলেন হ্যাপি আফরিন
কণ্ঠশিল্পী শাহরিয়ার বাঁধনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন হালের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী হ্যাপি আফরিন। ‘শিহরন’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন শাহরিয়ার বাঁধন ও সংগীত পরিচালনা ওয়াহিদ।
জানা গেছে, নতুন বছরের প্রথম দিনে শাহরিয়ার বাঁধন ফিচারিং ‘মন’ শিরোনামে মিশ্র অ্যালবামটি জিপি মিউজিক ও রবি ইউন্ডার মিউজিকে ডিজিটালি অডিও প্রকাশিত হবে।
অ্যালবামে গান গেয়েছেন নবাগত মেহতাজ ও রেজয়ান। অ্যালবামে সব কয়টি গানের কথা ও সুর করেছেন শাহরিয়ার বাঁধন। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ।
হ্যাপি বলেন, ‘বাঁধন ভাইয়ের সঙ্গে প্রথমবার গাইলাম। খুব ভালো লাগছে। এটি রোমান্টিক ধাঁচের গান। আশা করছি গানটি শ্রোতাদের কাছে ভালো থাকবে।’
‘মন’ অ্যালবামে থাকছে চারটি গান। তিনটি সলো এবং একটি দ্বৈত গান। যেটি গেয়েছেন বাঁধন-হ্যাপি।
‘মন’ অ্যালবামটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হবে। এছাড়া জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লিরিকালি ভিডিও প্রকাশিত হবে।
এদিকে, কিছুদিন আগে ‘কলঙ্ক’ শিরোনামের একটি ছবিতে এফ এ সুমনের সঙ্গে একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন শিল্পী হ্যাপি। ওই গানের শিরোনাম ছিল ‘প্রিয়ারে প্রিয়ারে’।
মন্তব্য চালু নেই