জেলা পরিষদ নির্বাচন : মাগুরায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা জেলা পরিষদ নির্বাচনে সোমবার ৫৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে ।
জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ করেন । চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু ( ঘোড়া ) , জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান ( চশমা ) ও শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন কুটি ( আনারস ) প্রতীক পেয়েছেন । এছাড়া সাধারণ সদস্য সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক পাওয়ার পর পর প্রত্যেক প্রার্থী নিজ নিজ ওয়ার্ডে গণসংযোগ শুরু করে দিয়েছেন।
আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্টিত হবে । এ নির্বাচনে ৪৯৩ জন ভোটার ১৫টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।
উল্লেখ্য, মাগুরা জেলা পরিষদ ৩৬ টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে গঠিত ।



মন্তব্য চালু নেই