মাগুরায় ভিশন ২০২০ কমিটির উদ্বোধনী সভার তথ্য

দেশে সাড়ে ৭ লাখ মানুষ অন্ধ, যার মধ্যে সাড়ে ৬ লাখই ছানিরোগী

মাগুরা প্রতিনিধি ॥ বাংলাদেশে মোট জনগোষ্ঠির মধ্যে অন্ধতের শিকার সাড়ে ৭ লাখের অধিক মানুষ । যার মধ্যে সাড়ে ৬ লাখ মানুষের অন্ধত্ব শুধুমাত্র ছানিজনিত কারণে। যাদের সিংহভাগের ক্ষেত্রে সার্জারির মাধ্যমেই দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব।

মাগুরা সদর হাসপাতাল মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত মাগুরা জেলা ভিশন ২০২০ কমিটির উদ্বোধনী সভায় এ তথ্য দিয়েছেন আয়োজকরা।

২০২০ সালের মধ্যে বিশ্বকে অন্ধত্বমুক্ত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত কর্মসুচির আলোকে ন্যাশনাল আই কেয়ার এ সভার আয়োজন করে। সভায় মাগুরা সিভিল সার্জন ডা. এফ বি এম আব্দুল লতিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা শিশু হাসপাতালের কনসালটেন্ট সহকারি অধ্যাপক ডা: রাহাত অনোয়ার চৌধুরী। ভিশন ২০২০ বিষয়ে আলোচন করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ও ন্যাশনাল আই কেয়ারের ডিপিএম অধ্যাপক শওকত আরা শাকুর মিলি, ডা. জাহিদ আহসান মেনন, মাগুরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক আমিনুল ইসলাম, জেলা এনজিও সমন্বয়কারী আব্দুল হালিম, আবুল খান প্রমুখ।

সভায় বাংলাদেশসহ সারা বিশ্বকে অন্ধত্বমুক্ত করার নানা সুপারিশ তুলে ধরা হয়। বিশেষ করে বাংলাদেশে চোখের যত্ন নেবার জন্য তৃণমুলে ব্যাপক জনসচেতনতামুলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেয়া হয়।



মন্তব্য চালু নেই