জেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীতে ৯২ প্রার্থীর প্রতীক বরাদ্দ

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : জেলা পরিষদ নির্বাচনে নোয়াখারীতে চার জন চেয়ারম্যান প্রার্থী সহ ৯২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রার্থীদের মধ্যে সমঝোতা ও লটারি প্রক্রিয়ায় প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্যাহ (টেবিল ফ্যান), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. একেএম জাফর উল্যাহ (চশমা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কাজী ফখরুল ইসলাম মন্টু (আনারস), জাপা (মঞ্জু) সমর্থিত প্রার্থী সাংবাদিক মীর মোশারফ হোসেন মীরন (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন। এসময় সংরক্ষিত সদস্য পদে ১৫ নারী ও ৭৩ জন সাধারণ প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন। ২৮ ডিসেম্বর নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চার জন চেয়ারম্যান প্রার্থী সহ জেলায় মোট ৯২ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন।



মন্তব্য চালু নেই