মন্ত্রণালয়ে বসেই পর্নোগ্রাফি, নারী কর্মী বরখাস্ত
মন্ত্রণালয়ের কার্যালয়ে এবং লিফটে পর্নোগ্রাফি ছবি তোলায় এক নারী কর্মীকে বরখাস্ত করেছে বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই নারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছয় বছর যাবৎ কাজ করছেন। তিনি বলেছেন, ছবিগুলো ছিল ব্যক্তিগত এবং এর সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই।
তবে ওই নারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এসব ছবি টুইটারে দিয়ে তিনি (ওই নারী কর্মী) মন্ত্রণালয়ের মর্যাদাহানি করেছেন।
পরে নিজের বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে ঊর্ধ্বতন আদালতে অভিযোগ দায়ের করেন ওই নারী কর্মী। কিন্তু আদালতের রায়ও তার বিপক্ষে যায়।
যেসব নারী ও পুরুষ ‘যৌন সেবা’ দিয়ে থাকে, তাদের ওপর ফ্রান্স টিভির এক প্রতিবেদনে প্রশাসনিক কর্মী পরিচয় দেয়া ওই নারীকে দেখে প্রথমবারের মতো সনাক্ত করা হয়।
এরপর মধ্য ব্রাসেলসের বলেভার্ড ডে ওয়াটারলু-তে অবস্থিত মন্ত্রণালয়ের কার্যালয় ও লিফটে তোলা ওই নারীর নগ্ন ছবিগুলো অনলাইনে ছড়িয়ে পড়ে।
মন্তব্য চালু নেই