রাবিতে আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু আজ

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহ্রাওয়ার্দী হলে ‘বিজয় দিবস ১ম আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শহীদ সোহ্রাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার উদ্যোগে আজ বিকেল ৩টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিসুর রহমান। প্রতিযোগিতা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। মহান বিজয় দিবসকে সামনে রেখে এ প্রতিযোগিতার করেছে ক্লাবটি। সংসদীয় পদ্ধতির এ বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী অঞ্চলের ৩২টি ক্লাব অংশগ্রহণ করবে।

সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্লাবকে সম্মাননা স্মারক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এসময় উপস্থিত থাকবেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান, সোহ্রাওয়ার্দী হলের প্রাধ্যক্ষসহ প্রমুখ। প্রসঙ্গত, ২০১১ সালে ‘যুক্তির শাণিত ¯্রােতে আঁকি মুক্তির মহাকাল’ স্লোগানে এ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই