ভিন্ন মত প্রকাশ করেছেন শাকিব খান
চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন বাংলাদেশ সরকার। তারপরও সেই চলচ্চিত্রের বাজার নিয়ে অনেক প্রযোজক ও পরিচালক প্রতিনিয়ত হতাশায় ভুগছেন। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মতে, শিল্প ঘোষণা করলেও চলচ্চিত্রের বাজার অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন বিদেশে তো দূরের কথা দেশেও ভালোভাবে ছবি চলছে না। তবে চলচ্চিত্রের হার্টথ্রব নায়ক শাকিব খান এ বিষয়ে একটু ভিন্ন মত প্রকাশ করেছেন।
তিনি বলেন, কয়েকদিন আগের কথা। ‘শিকারী’ ছবিটি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে। ছবির মুক্তি উপলক্ষে সেখানে গিয়েছিলাম আমি। ছবিটি নিয়ে সেখানকার দর্শকের যে আগ্রহ আর কৌতূহল দেখেছি তাতে এটা পরিষ্কার হয়ে গেছে, বিশ্ববাজারে আমাদের ছবির চাহিদা আকাশচুম্বী।
আমাদের বাণিজ্যিক ছবি আবার আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে এবং সফল হচ্ছে। বর্তমানে ভালো ছবি এক্সপোর্ট করে সহজে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
শাকিব আরো বলেন, এটি প্রশস্ত করার ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে টেকনিক্যাল দিকটি। আমাদের দেশে এখনো তা খুবই দুর্বল। এসব দিকে নজর দিতে হবে। শাকিব খান বর্তমানে জাজ ও এসকে মুভিজের প্রযোজনায় ‘নবাব’ নামে একটি ছবির কাজ করছেন। ঢাকার কাজ শেষে কলকাতায় এর দৃশ্যধারণের কাজ চলছে।
জয়দ্বীপ মুখার্জির পরিচালনায় ‘নবাব’ ছবিতে তিনি প্রথমবারের মতো শুভশ্রীর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন। ‘শিকারী’ ছবির পর ‘নবাব’ ছবিতে আবারো ভিন্ন স্টাইলে দেখা যাবে কিং খানখ্যাত নায়ক শাকিবকে। এছাড়া তিনি কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি ছবিতে কাজ করেছেন। ছবিতে তার বিপরীতে কাজ করবেন নবাগত মুখ শিবা আলী খান। এ ছবির বেশকিছু কাজ বাকি রয়েছে।
তবে শিগগিরই কোয়েল মল্লিকের সঙ্গেও শাকিবকে দেখা যাবে। কলকাতার রাজিব বিশ্বাসের পরিচালনায় ‘বিদ্রোহী’ নামে একটি ছবিতে তাদের একসঙ্গে কাজ করার কথা চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ থেকে তিতাস কথাচিত্র ছবিটি প্রযোজনা করবেন বলে জানা যায়। শাকিব ও কলকাতার পাওলি দাম অভিনীত ‘সত্তা’ নামের একটি ছবিও মুক্তির প্রহর গুনছে। ছবিটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। এমজমিন
মন্তব্য চালু নেই