দুটি সেঞ্চুরির ফের সেঞ্চুরি করলেন সালমান বাট
পাকিস্তানের জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর এখনো ফেরা হয়নি তার। পাকিস্তানের হয়ে দুর্দান্ত ওপেনিং করতেন সালমান বাট। এটি ভুলে যাওয়ার কথা নয় ক্রিকেটপ্রেমীদের।
ফের পাকিস্তানের জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা সালমান বাট ঘরোয়া লিগ মাতাচ্ছেন। এখানে কয়েকদিন আগেও দুটি সেঞ্চুরি করেছেন তিনি। আর সোমবারও হাঁকান এক ঝড়ো সেঞ্চুরি।
কায়েদে আজম ট্রফির ফাইনাল ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। কায়েদে আজম ট্রফিতে ফাইনাল ম্যাচে হাবিব ব্যাংকের বিপক্ষে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভলপমেন্ট দলের হয়ে মাঠে নেমে বাজিমাত দেখালেন তিনি।
ওপেনিংয়ে নেমে ১২৫ রানের কার্যকরী ইংনিংস খেলেছেন বাট। এখানে ১৮টি বাউন্ডারি মেরেছেন সালমান বাট। ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভলপমেন্ট দলের হয়ে খেলছেন কামরান আকমলও। এই রিপোর্টে তিনি ২৭ রানে ব্যাট করছেন।
পাকিস্তানের জাতীয় লিগের অন্যতম সেরা আসর কায়েদে আজম ট্রফির ফাইনাল ম্যাচটি করাচির জাতীয় স্টেডিয়ামে এই রিপোর্টে এখনো চলছে। লড়াইয়ের বর্তমান চিত্র হলো হাবিব ব্যাংকের চেয়ে এগিয়ে সালমানরা। প্রসঙ্গত, কয়েকদিন আগে বিপিএল খেলে দেশে ফেরা আহমদ শেহজাদ খেলছেন হাবিব ব্যাংকে।
মন্তব্য চালু নেই