বিরাট কোহলির জন্য কী ভবিষ্যদ্বাণী করলেন সাবেক অধিনায়ক সৌরভ?

বাংলার ছেলে মুখ খুললেন সৌরভকে নিয়ে। ম্যাচ ফিক্সিং আর প্রাদেশিকতার স্বার্থে ডুবে থাকা ভারতীয় ক্রিকেটকে এক নতুন ঊষার আলো দেখিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আর তাঁর দেখানো পথেই আজ ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন এম এস ধোনি, বিরাট কোহলিরা।

ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি অধিনায়ক তিনি। এমনকী, এখনও পর্যন্ত ক্রিকেট বিশ্বের সেরা অধিনায়ক মাইক ব্রিয়ালির সঙ্গেও তাঁর ক্রিকেটবুদ্ধির তুলনা টানা হয়। এহেন ক্রিকেট-মস্তিষ্ক সৌরভ গাঙ্গুলি এবার ভারতীয় ক্রিকেট সম্পর্কে যা বললেন, তাতে আতঙ্কে সিঁটিয়ে যেতে পারে ক্রিকেট বিশ্ব। কারণ অবশ্যই মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিরাট তাণ্ডব। যার জেরে এমন ভবিষ্যদ্বাণী করতেও দ্বিতীয়বার ভাবলেন না সৌরভ।

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের মতে, ‘খুব বেশি দেরি নেই সেই দিনটির, যেদিন গোটা ক্রিকেট বিশ্ব বিরাট কোহলির পদানত হবে।’ সৌরভের মতে, ‘বিরাট এই বয়সে যেভাবে খেলছে, যেভাবে রান করছে তাতে এর থেকে ভাল কিছু হয় না।

গত ৩০টি টেস্ট ম্যাচে ৩ হাজারেরও বেশি রান করেছে বিরাট। গড় ১০০। আশা করা যায় বিরাট আগামী দিনেও এমনভাবে ব্যাট করে যাবে।’ ‘এমনভাবে রানের খিদে বিরাট বজায় রাখলে সন্দেহ নেই, কয়েক বছরের মধ্যেই ক্রিকেট বিশ্ব তার পদানত হবে’, এমন মন্তব্যও করেন সৌরভ।

সেইসঙ্গে সদ্য টেস্ট দলে আসা এবং মুম্বাই টেস্টে শতরান করা জয়ন্ত যাদবেরও প্রশংসা করেন সৌরভ। তাঁর মতে, জয়ন্তর টেকনিক খুবই ভাল।



মন্তব্য চালু নেই