রোনালদোর হাতেই ব্যালন ডি’অর?

এবারের ব্যালন ডি’অর জিতবেন কে লিওনেল মেসি না ক্রিশ্টিয়ানো রোনালদো? দৌড়ে কে এগিয়ে আছেন? এমন নানা প্রশ্ন এখন ফুটবল দুনিয়ায় আলোচনার শীর্ষে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম বলছে, ২০১৬ ব্যালন ডি’অরের বিজয়ী হয়ে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে, সোমবারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ব্যালন ডি’অরের বিজয়ীর নাম।

পিটিআই বিজয়ীর নাম প্রকাশ করে জানিয়েছে, মেসিকে হারিয়ে এবার পুরস্কারটি জিতে নিয়েছেন ক্রিশ্টিয়ানো রোনালদো।

খবরটি ঠিক হলে, পর্তুগিজ সুপারস্টার চতুর্থবারের মতো জিতবেন বিশ্বসেরার মর্যাদাপূর্ণ এ পুরস্কার।

স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভোও তাদের এক প্রতিবেদনে বলেছে, এবারের ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।

পত্রিকাটির দাবি, খবরটি রোনালদো এরই মধ্যে জেনে গেছেন। কারণ নিয়ম অনুযায়ী, ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষিত হওয়ার পর তার একটা সাক্ষাৎকার ছাপে পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান ফ্রান্স ফুটবল।

এবারের লড়াইতে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদো বেশ এগিয়েছিলেন। রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি পর্তুগালকে ইউরোর শিরোপা এনে দেন এ তারকা ফুটবলার।

গত আট বছর ধরে রোনালদো ও মেসির মধ্যেই ভাগাভাগি হচ্ছে মর্যাদার এই পুরস্কারটি। ২০০৭ সালে কাকা ব্যালন ডি আ জেতার পর মেসি-রোনালদো ছাড়া আর কেউই এই পুরস্কারটি জিততে পারেননি।



মন্তব্য চালু নেই