আগামী বছরও হচ্ছে না পাক-ভারত সিরিজ!
পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। যে কারণে আগামী বছরও দুই এশিয়ান পরাশক্তির মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)শীর্ষ কর্মকর্তা নাজাম শেঠি। পিসিবির নির্বাহী কমিটির এই কর্মকর্তা জানিয়েছেন, তিনি আগামী বছরও পাক-ভারত সিরিজের কোনো সম্ভাবনা দেখছেন না।
গত বছরের ডিসেম্বরে পাক-ভারত সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সিরিজের এক মাস আগে ভারতের উগ্রপন্থী সংগঠন শিবসেনার বিক্ষোভের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার বৈঠক ভেস্তে গেলে প্রস্তাবিত সিরিজটিও ভেস্তে যায়। দুই প্রতিবেশী দেশের মধ্যকার সিরিজ ভেস্তে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে পিসিবি। যে কারণে সম্প্রতি লড়াই করার ঘোষণা দিয়েছেন শাহরিয়ার খান।
নাজাম শেঠি বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমি পাক-ভারত সিরিজের কোনো সম্ভাবনা দেখছি না। এই পরিস্থিতির পরিবর্তনে সময় লাগবে। কিন্তু আমি এটাও মনে করছি না, আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত আমাদের বিপক্ষে খেলা থেকে সরে দাঁড়াবে।’
ভারত নিজেদের মাটিতে প্রস্তাবিত সিরিজ শেষ মুহূর্তে বাতিল করার বেজায় চটেছে পাকিস্তান। যে কারণে ভারতের মাটিতে আপাতত কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যেমনটা বলছিলেন শেঠি, ‘আমরা শুধু ভারতের মাটিতে খেলার ব্যাপারে সম্মত নই। কিন্তু উদাহরণস্বরূপ, যদি তারা আমাদের পছন্দমতো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় যেটি আমরা আয়োজন করবো; তবেই আমরা তাদের বিপক্ষে খেলবো।’
তবে আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ভারত প্রতিবেশি দেশ পাকিস্তানকে বর্জন করবে না বলে বিশ্বাস শেঠির। পিসিবির এই নির্বাহী কমিটির সদস্যের ভাষায়, ‘দেখুন, যদি আইসিসির ইভেন্টে কোনো পাক-ভারত ম্যাচ না থাকে তবে আইসিসিসহ সবাই-ই ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু দুটিই বিশ্ব ক্রিকেটের অংশ; সুতরাং এমনটি ঘটবে বলে আমি মনে করি না।’
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা পাকিস্তানের অধিকার বলে সম্প্রতি জানিয়েছেন শাহরিয়ার। সেই অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
গত নভেম্বরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহরিয়ার খান। আগামী ১৭ ডিসেম্বর কলম্বোতে এসিসির বার্ষিক সভায় সভাপতিত্ব করবেন পিসিবি চেয়ারম্যান। এসিসির সভায় সাধারণত উন্নয়নমূলক এবং ভবিষ্যৎ শিডিউল নিয়ে আলোচনা করা হয়। তবে পিসিবি চেয়ারম্যান এবারের সভায় পাক-ভারত ইস্যু তুলে আনবেন বলে আগাম ঘোষণা দিয়ে রেখেছেন।
প্রসঙ্গত, ২০১২ সালে সংক্ষিপ্ত এক সফরে পাকিস্তান দল ভারতে সফর করে আসলেও ২০০৭ সালের পর থেকেই দুই দলের মধ্যকার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ আলোর মুখ দেখেনি। ২০০৭ সালে পাকিস্তান সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফর করেছিল। ফলে পাক-ভারত (দ্বিপাক্ষিক) রোমাঞ্চকর লড়াই দেখার জন্য সমর্থকদের অপেক্ষা বেড়েই চলেছে।
মন্তব্য চালু নেই