আবারও হোঁচট খেলো লিভারপুল
মৌসুমের শুরুর দিকটা বেশ ভালোই ছিল লিভারপুলের। লিগ টেবিলের শীর্ষেও উঠেছিল তারা। হঠাৎ যেন ছন্দ পতন! এরপর ঘুরে দাঁড়াতে গিয়ে উল্টো হোঁচট খাচ্ছে তারা। আগের ম্যাচে বোর্নমাউথের কাছে হারের পর এবার ঘরের মাঠ আনফিল্ডে ওয়েস্টহাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
লিগের অপর ম্যাচে হেনরি মিকিতারিয়ানের গোলে টটেনহাম হটস্পার্সের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া জয় পেয়েছে মরিনহোর সাবেক ক্লাব চেলসিও। দিয়েগো কস্তার লক্ষ্যভেদে একই ব্যবধানে ব্লুজরা হারিয়েছে ওয়েস্ট ব্রুমউইচকে।
এদিকে ঘরের মাঠে লিভারপুলের সূচনাটা যথার্থই ছিল। ম্যাচের ৫ মিনিটের মাথায় অ্যাডাম ললনার গোলে এগিয়ে যায় অল রেডসরা। তবে ২৭ মিনিটে ফরাসি তারকা দিমিত্রি পায়েত স্বাগিতকদের জাল কাঁপালে সমতায় ওয়েস্টহাম।
এরপর তো হারের ছবিই হয়তো ভাসছিল লিভারপুলের সামনে। কেননা ৩৯ মিনিটে ওয়েস্টহাম তারকা মাইকেল অ্যান্টোনিওর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর হারতে হয়নি লিভাপুলকে। রিবতি শেষে ফিরে দিভোক ওরিগির গোলে ফের সমতায় ফেরে ইয়ুর্গেন ক্লুপের দল (২-২)।
তবে ড্র করায় মূল্যবান দুটি পয়েন্ট খুইয়েছে লিভারপুল। যে কারণে আপাতত লিগ টেবিলের তৃতীয় স্থানেই থাকতে হচ্ছে তাদের। ১৫ ম্যাচ খেলা লিভারপুলের অর্জিত পয়েন্ট ৩১। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট। আর ৩৪ পয়েন্ট ঝুলিতে জমা করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল।
মন্তব্য চালু নেই