নতুন সমীকরণে চবি’র রাজনীতি
সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি : একের পর এক ঘটনায় বারবার আলোচিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম বৃহত্তম ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শক্তিশালী শাখা হিসেবে দেশব্যাপী সুনাম থাকলেও চলমান সময়ে ঘটে যাওয়া বেশ কিছু অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পাসের রাজনৈতিক দৃশ্যপটে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
গত ২০ নভেম্বর চবি ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ‘রহস্যজনক’ মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্তে মৃত্যুর কারণ ‘আত্নহত্যা’ বলে উল্লেখ করা হয়। কিন্তু পরবর্তীতে আদালতের নির্দেশে ১০ ডিসেম্বর লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) নেয়া হয়। ঢামেকে ময়নাতদন্ত শেষে শরীরে ‘আঘাতের চিহ্ন’ পাওয়া গেছে বলে জানান চিকিৎসকরা। যদিও এটি ‘আত্মহত্যা’ নাকি ‘হত্যা’, তা নিশ্চিত করে কিছু বলা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন ও প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে বলে ঢামেক সূত্র জানায়।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে ‘স্থায়ীভাবে’ বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ১১ই ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রকিব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক মো. আরমান, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম সাঈদ এবং আরিফুল হক অপু। জানা যায়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক কালে ছাত্রলীগের দু`পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, সাকিব হাসান সুইম ও যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মন্ডল সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে সশরীরে চবি ক্যাম্পাসে আসেন। ক্যাম্পাস পরিদর্শন শেষে বিকেলে তারা মহানগরীর দুই নম্বর গেইট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ যান। পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে আসার পথে তাদের সামনেই আবারো চবি ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। তাই ঢাকায় ফিরেই ‘অভিযুক্ত’ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় কেন্দ্রীয় ছাত্রলীগ।
এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে পদধারী ছয় নেতার একইসঙ্গে ‘স্থায়ী’ বহিষ্কারে বিব্রতকর অবস্থা বিরাজ করছে চবির ছাত্র রাজনীতিতে। পরবর্তী কোন সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
মন্তব্য চালু নেই