বাংলাদেশ সফরে নিরাপত্তা সতর্কতা তুলে নেবে জাপান

গুলশানের হলি আটিসান ঘটনার পর বাংলাদেশ ভ্রমণ এবং বিভিন্ন প্রকল্পে অবস্থানরত জাপানিদের নিরাপত্তার বিষয়ে দেশটির দেয়া সতর্কতা শিগগিরই তুলে নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত।

রোববার সচিবালয়ে সদ্য জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় ইআরডি সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতি সব ধরনের শঙ্কা কেটে গেছে জাপান সরকারের। তারা বাংলাদেশে জাপানি নাগরিকদের প্রতি যে উপদেশ দিয়েছিল তা তুলে নেয়া হবে দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে জাইকাসহ জাপানের সব ধরনের বিনিয়োগ অব্যাহত থাকবে।



মন্তব্য চালু নেই