আমাদের ‘রসিক’ মোস্তাফিজ

অস্ট্রেলিয়ার উদ্দেশ্য ঢাকা ছাড়ার আগে সবার থেকে বিদায় নিয়ে যখন ভরা মাইক্রোবাসে উঠবেন, তখন খানিকটা রসিকতা করেই মোস্তাফিজের প্রশ্ন, ‘আমার জায়গা আছে?’ দ্রুত ফাঁকা সিটে গিয়ে বসে সতীর্থদের সঙ্গে মাতলেন খুনসুটিতে।

দীর্ঘ নয় মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন মোস্তাফিজ। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলেছিলেন মোস্তাফিজ।

সেদিন ২২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। এরপর আর লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি। ক্রিকেটের এই ফরমেটে যেটি তাঁর সেরা বোলিং ফিগার।

এখন পর্যন্ত ২টি টেস্ট, ৯টি ওয়ানডে, ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। যেখানে ওডিআইতে ২৬টি উইকেট শিকারের পাশাপাশি সাদা পোশাকে ৪টি এবং টি-টোয়েন্টিতে ২২ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।

প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে কাউন্টি খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়েন মোস্তাফিজ। পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে কাঁধের সমস্যা।

গত ১১ আগস্ট ক্রমওয়েল হাসপাতালে প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে মোস্তাফিজের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলে মোস্তাফিজের পুনর্বাসন।



মন্তব্য চালু নেই