খালেদার গভীর রাতের ষড়যন্ত্র সফল হবে না
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘উত্তরাপাড়ার ষড়যন্ত্রের মতো গুলশানের গভীর রাতের ষড়যন্ত্রও সফল হবে না।’
তিনি বলেন, ‘৯৬ সালেও উত্তরপাড়ায় ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সফল হয়নি। এবারও খালেদা জিয়ার গুলশানের গভীর রাতের ষড়যন্ত্র সফল হবে না।’
শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থার লোক এতো অথর্ব হয়ে যায় নাই যে কারা কারা এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিল তাদেরকে খুঁজে বের করতে পারবে না। তাদেরকে খুঁজে বের করা হবে। পরে ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‘খালেদা জিয়ার এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কিছুতেই সফল হতে দেয়া হবে না’ দাবি করে কামরুল বলেন, ‘পত্র-পত্রিকায় দেখলাম গতকাল কয়েকজন সরকারি কর্মকর্তা গুলশানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। খালেদা জিয়া গভীর রাতে গুলশানে সরকারের বিরুদ্ধে নয় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাদের কোনো কৌশল ও ষড়যন্ত্র কিছুতেই সফল হবে না।’
বিদেশিদের কাছে ধরনা না দিয়ে বিএনপিকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে কামরুল বলেন, ‘বিদেশি বন্ধুদের কৃপায় তারা ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘লন্ডনে একজন বসে বাংলাদেশের ইতিহাস বিকৃত করছে। তিনি নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেশের প্রতি তার একটুও শ্রদ্ধা নেই।’
প্রসঙ্গত, গতকাল রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে রব উঠেছে। তবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অস্বীকার করেছেন।
সংগঠনের সহ-সভাপতি হাছান ইমামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এ টি এম শামসুজ্জামান, অরুণ সরকার রানা প্রমুখ।
মন্তব্য চালু নেই