স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় আক্রান্ত পুলিশ!
ফের আক্রান্ত কলকাতা পুলিশ। স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় বেধরক মারধর করা হলো খোদ পুলিশ সার্জেন্টকেই। ঘটনায় ১ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা হল, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ, উত্তর কলকাতার চিড়িয়ামোড়ের কাছে কাশীপুর থানার সামনে বেশ কয়েকজন যুবক সার্জেন্টের স্ত্রীকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি ও কটূক্তি করে। ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তরা সার্জেন্টকে মারধর শুরু করে। চোখে মারাত্মক চোট পান তিনি। ওই অবস্থাতেই একজনকে ধরে ফেলেন।
বাকিরা সকলেই পলাতক। গ্রেপ্তার করা হয় ওই যুবককে ও আহত সার্জেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বভাবতই এই ঘটনায় ফের শহরে মহিলাদের নিরাপ্তাত নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
মন্তব্য চালু নেই