মানুষের সমান মাছ! বিক্রি হল অবাক দামে
নগদ টাকার সমস্যার মধ্যেও মাছ কিনতে বহু মানুষ জুটে যায়। তবে কেনার থেকে দেখতে আসা লোকের সংখ্যাই ছিল বেশি।
তিস্তা নদীতে ইদানীং বোরোলি মাছের মতোই প্রায় অদৃশ্য মহাশোল। আর হঠাৎ সেই মাছ পাওয়া যাওয়ায় রীতিমতো হইচই পড়ে যায় জলাপাইগুড়ির গাজলডোবায়ে।
শুক্রবার গাজলডোবায় তিস্তা নদীতে ধরা পড়ে প্রায় ১৫ কেজি ওজনের একটি মহাশোল মাছ। লম্বায় প্রায় চার ফুটের মহাশোলটি নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। গাজলডোবা থেকে তিস্তার মহাশোলটিকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি স্টেশন বাজারে। শুক্রবার সেই মাছ বিক্রি হয় কিলো প্রতি ২০০০ টাকা দরে।
নগদ টাকার সমস্যার মধ্যেও মাছ কিনতে বহু মানুষ জুটে যান। তবে কেনার থেকে দেখতে আসা লোকের সংখ্যাই ছিল বেশি। প্রথমে ২০০০ টাকা দরে এবং পরে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।
মৎস্য দফতর সুত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে অসমের ব্রহ্মপুত্র থেকে মহাশোল মাছের পোনা এনে তিস্তায় ছাড়া হয়েছিল। দীর্ঘ দিন পরে এমন মাছ ধরা পরায় খুশি জেলা মৎস্য দফতরের আধিকারিকরাও।
মন্তব্য চালু নেই