বিয়ের ছবি তুলতে ৭০ বছর অপেক্ষা এই দম্পতির!
বিয়ের ছবি তোলার জন্য ৭০ বছর অপেক্ষা করতে হল এই দম্পতিকে। তবে সবুরে যে মেওয়া ফলে এই প্রবাদটা একেবারে ষোলআনার উপর আঠেরআনা সত্যি হয়ে দেখা দিল এই বৃদ্ধ দম্পতির জীবনে।
ফেরিসের বয়স বর্তমানে ৯০। আর তাঁর স্ত্রী মার্গারেট রোমেয়ারের বয়স ৮৯। দুজনে একই স্কুলে পড়তেন। বন্ধুত্ব, ভালো লাগা, ভালোবাসা – ধাপে ধাপে আরও কাছাকাছি এনেছে তাঁদের। ১৯৪৬ সালে তাঁদের বিয়ে হয়।
তবে, বিয়েতে ছবি তোলার কোনও ব্যবস্থা করতে পারেননি ফেরিস ও মার্গারেট। বিয়েতে আসা অতিথিদের মধ্যেও কারও হাতে ক্যামেরা ছিল না। কাজেই সেই বিশেষ মুহূর্তকে তাঁরা ক্যামেরার ফ্রেমে ধরে রাখতে পারেননি।
তাঁদের এই না পাওয়া পূরণ হল ঠিক তাঁদের ৭০ বছর বিবাহবার্ষিকীর আগে। তাঁদের এই কথা শুনে প্রখ্যাত ওয়েডিং ফোটোগ্রাফার লারা কার্টার তাঁদের জীবনের এই খামতি পূরণে সচেষ্ট হন। বিয়ের পোশাকে এই বৃদ্ধ দম্পতির দুরন্ত কিছু ছবি তুলেছেন তিনি। ছবি তুলতে তুলতে ৭০ বছর আগের সেই দিনটায় হারিয়ে গিয়েছিলেন ফেরিস ও মার্গারিটা। তার ফলে ছবিগুলি যেন আরও জীবন্ত হয়ে উঠেছে।
ভালোবাসার এক অনন্য রূপ ফুটে উঠেছে লারার তোলা ছবিহুলিতে। লারা বলছেন, ‘বিয়েটা আসলে কী, তার সুন্দর উদাহরণ হল এই বৃদ্ধ দম্পতি। তাঁরা এখনও সেই বাড়িটাতেই একসঙ্গে থাকেন, যেটি তাঁরা ৬৫ বছর আগে তৈরি করেছিলেন। ওঁরা ধনী নন, ওঁরা খুব সাধারণ। সন্তানদের প্রতি ভালোবাসা, কাজ, বিশ্বাস ও রসিকতায় তাঁরা আর পাঁচজনের মতো হয়েও অনন্য। ’
সূত্র: এই সময়
মন্তব্য চালু নেই