বিদায় ২০১৬ বিপিএল, আগামী বছরের দিকে তাকিয়ে স্যামি

বিদায় ২০১৬ বিপিএল। ফের প্রায় এক বছর পরে আসছে বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর খুব একটা খারাপ কাটেনি রাজশাহী কিংসের। ড্যারেন স্যামির নেতৃত্বে শেষ পর্যন্ত লড়েছে মিরাজ-সাব্বিররা।

যদিও শিরোপা হাত ছোঁয়া দূরত্বে থেকে যায়। তারপরও থেমে থাকতে চান না স্যামি। পরের বছর এ দলের সঙ্গে কিছু ক্রিকেটার নিয়ে ফের মাঠ মাতাতে চান কিংস দলনেতা।

বিপিএলের ফাইনালে ঢাকার কাছে ৫৬ রানে হারের পর স্যামি বলেন, এবার শিরোপাটা ধরা হল না। তবে আগামী বছরের দিকে তাকিয়ে আছি। আশা করছি, কয়েকজন ক্রিকেটার নিয়ে আগামীতে আরও ভালো কিছু করতে পারবো।’

দলে কোনো বড় তারকা ছিল না উল্লেখ করে স্যামি বলেন, ‘এবার আসলে আমাদের দলে বড় মাপের কোনো তারকা ছিল না। তারপরও আমরা আত্মবিশ্বাস নিয়ে এতদূর এসেছি। শেষ পর্যন্ত লড়াই করে গেছি।’

উল্লেখ্য, রাজশাহীকে হারিয়ে বিপিএলে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কুমার সাঙ্গাকারা। আর সিরিজ সেরার মুকুট উঠেছে খুলনা টাইটানস দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদের মাথায়।



মন্তব্য চালু নেই