বিপিএলের ‘রোল অব অনার’ হলো যে দলটি

পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলের চতুর্থ আসরের। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস।

শুক্রবার রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জেতে ঢাকার দলটি। এই টুর্নামেন্টের আগের তিনটি আসরের মধ্যে দু’বারই চ্যাম্পিয়ন হয়েছিল রাজধানীর দল।

২০১২ সালের প্রথম বিপিএল ও ২০১৩ সালে দ্বিতীয় বিপিএলে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটর্স। দুবারই দলটির নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা।

পরে অবশ্য ফিক্সিং কেলেঙ্কারীতে জড়িত থাকার দায়ে দলটিকে বহিষ্কার করা হয় টুর্নামেন্ট থেকে। ২০১৫ সালে আবারো শিরোপা ওঠে মাশরাফির হাতে, তবে সেবার তার দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চতুর্থ আসরে এসে প্রথম বারের মত শিরোপা ধরা দিল সাকিব আল হাসানের হাতে। এবার তিনিই ছিলেন ঢাকার অধিনায়ক।



মন্তব্য চালু নেই