বিপিএল ফাইনালে ম্যাচসেরা সাঙ্গাকারা

ঢাকায় প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১৫ জনের মধ্যেও ছিলেন না তিনি। সেই কুমার সাঙ্গাকারা বিপিএল শেষ করলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে!

ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড়ও হয়েছেন সাঙ্গাকারাই। রাজশাহী কিংসকে হারিয়ে ঢাকা ডায়নামাইটসকে বিপিএলের চ্যাম্পিয়ন করাতে বড় অবদান এই লঙ্কান গ্রেটের।

ফাইনালে সাঙ্গাকারা যখন উইকেটে এলেন, ঢাকার ৪২ রানে নেই ২ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে এক প্রান্তে দাঁড়িয়ে আরো ছয় ব্যাটসম্যানের বিদায় দেখেছেন।

একটা সময় তো ১৩০ রানেই পড়ে ঢাকার ৭ উইকেট। কিন্তু অন্য প্রান্ত আগলে রাখা সাঙ্গাকারা শেষ পর্যন্ত দলকে টেনে নেন, এনে দেন ১৫৯ রানের পুঁজি। শেষ ওভারে আউট হওয়ার আগে ৩৩ বলে ২ ছক্কা ও এক চারে করেন ৩৬ রান।

পরে বোলারদের নৈপুণ্যে রাজশাহীকে ৫৬ রানে হারিয়ে বিপিএলের চতুর্থ আসরের শিরোপা ঘরে তোলে ‘স্বাগতিক’ ঢাকা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন সাঙ্গাকারা। টুর্নামেন্টে ১৩ ম্যাচে দুই ফিফটিতে ৩৭০ রান করেছেন সাঙ্গাকারা। সর্বোচ্চ ইনিংস ৬৬।



মন্তব্য চালু নেই