রোহিঙ্গা হত্যার অন্য রকম প্রতিবাদে সরব বুলবুল-এলিটা
মিয়ানমারে চলমান রোহিঙ্গা হত্যার প্রতিবাদে এবার গান বেঁধেছেন দেশের অন্যতম সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। ‘রোহিঙ্গা’ শিরোনামের এই গানটিতে তিনি কণ্ঠও দিয়েছেন।
মাহবুবুল এ খালেদের কথায় এই গানে আরও কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, রীতা, শুক্লা, কৃষ্ণা, ইতি, ঋতু ও স্মরণ।
বাংলার পাশাপাশি গানটির একটি ইংরেজি ভার্সনও তৈরি হয়েছে। সেটি একাই কণ্ঠ দিয়েছেন এলিটা করিম।
এ প্রসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘চলতি সময়ে মিয়ানমারে রোহিঙ্গা হত্যার বিষয়টি আমাকে খুব কষ্ট দিচ্ছে। জানি, গান ছাড়া ওদের পাশে দাঁড়ানোর মতো আমার কাছে আর কিছু নাই। তাই এই গানটি করা। শিল্পী হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করছি।’
গানটির ইংরেজি ভার্সন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি বিদেশিরাও যাতে গানটি বুঝতে পারে, সে জন্যই এলিটাকে দিয়ে ইংরেজি ভার্সন করেছি।’
জানা গেছে, কিছুদিনের মধ্যে ভিডিও আকারে গানটি প্রকাশ পাচ্ছে ইউটিউবসহ টেলিভিশন এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে। -বাংলা ট্রিবিউন।
মন্তব্য চালু নেই