ক্রিকেটকে বাঁচাতে শচীন টেন্ডুলকারের ৫ পরামর্শ!

একের পর এক সিরিজ। টি-২০ এর বাড়তি জনপ্রিয়তার প্রভাব টেস্ট ও ওয়ানডে-তে। এরকমই বেশ কিছু কারণেই ক্রিকেটের সার্বিক জনপ্রিয়তায় প্রভাব পড়ছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট মহলে ঢুকে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বনাম লোধা কমিশনের লড়াই।

ভারতের ক্রিকেট দুনিয়ায় এমনই সময় ক্রিকেটের জনপ্রিয়তার স্বার্থে হরেক প্রস্তাব নিয়ে হাজির হলেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে ও আইসিসিকে লেখা চিঠিতে বেশ কিছু নয়া প্রস্তাব পেশ করেছেন শচীন টেন্ডুলকার।

এক নজরে দেখে নেওয়া যাক, সেই প্রস্তাবগুলি –

১) দুটি পিচ, দুটি বল : রঞ্জি ট্রফিতে পরীক্ষামূলক ভাবে এই ফরম্যাট চালু করার প্রস্তাব দিয়েছেন শচীন। তার মতে, প্রতি ম্যাচ দুটি ভিন্ন পিচ ও দুটি ভিন্ন ধরনের বলে খেলা উচিত। প্রথম ও দ্বিতীয় ইনিংস ঘাস ভর্তি গ্রিন টপ পিচে এবং তৃতীয় ও চতুর্থ ইনিংস স্পিনিং টার্নিং ট্র্যাকে খেলা উচিত। বিদেশের মাঠের প্রস্তুতি স্বরূপ দুটি বলে খেলার প্রস্তাবও দিয়েছেন মাস্টার ব্লাস্টার। একটি কোকবুরা বল ও দ্বিতীয়টি পরিচিত SG বল।

২) পিঠোপিঠি হোম ও অ্যাওয়ে টেস্ট সিরিজ : ঠিক যে ভাবে চ্যাম্পিয়নস লিগে সিরিজ হয়ে থাকে। শচীনের প্রস্তাব, দ্বিপাক্ষিক সিরিজগুলি পিঠোপিঠি হওয়া উচিত। এরফলে দর্শকেরও সিরিজ সম্পর্কে আগ্রহ বাড়বে। উত্তেজনার পারদও শীর্ষে থাকবে।

৩) ২৫ ওভারে ভাগ করে ODI খেলা : ICC-কে লেখা চিঠিতে শচীন একদিনের ম্যাচ-কে দুটি ভাগে ভাগ করার পরামর্শ দেন। প্রতি টিমকে ২৫ ওভার করে দু’বার ব্যাট করতে দেওয়ার সুযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। শচীনের মতে, এর ফলে টস জিতে ম্যাচে অ্যাডভান্টেজ পাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে না।

৪) ২৫টি দেশের বিশ্বকাপ : ২০১৯ সালে বিশ্বকাপে মাত্র ১০টি দেশকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে ICC। এই সিদ্ধান্ত যে তিনি ভালোভাবে নেননি, তা শুরুতেই স্পষ্ট করে দেন শচীন টেন্ডুলকার। কিংবদন্তি ক্রিকেটারের মতে, বিশ্বকাপ কমপক্ষে ২৫টি ক্রিকেট খেলিয়ে দেশের মধ্যে হওয়া উচিত। এর ফলে ছোট দেশগুলি বড় লিগে খেলার স্বাদ যেমন পাবে। তেমনই ক্রিকেটের প্রসারও ঘটবে আরও বেশি করে।

৫) ১১ নয়, ১৪ জনের প্রতিটি টিম : মেলবোর্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। মাস্টার ব্লাস্টারের মতে, টিম প্রতি ১৪ জন খেলোয়াড়কে মাঠে থাকতে দেওয়া উচিত। বর্তমানে যা ১১ জন। শচীনের মতে, এর ফলে আরও বেশি সংখ্যক খেলোয়াড়কে সুযোগ করে দেওয়া যাবে।



মন্তব্য চালু নেই