৬০০০ বছর ধরে একে অন্যকে জড়িয়ে আছেন তারা!

সম্প্রতি উত্তর ইতালির মাতুয়া গ্রামে খননকার্য চালানোর সময় মাটির তলা থেকে এই দুটি কঙ্কালকে উদ্ধার করেন প্রত্নতাত্ত্বিকেরা। সমস্তকিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন, ওই কঙ্কাল দুটি ৫০০০-৪০০০ খ্রীস্টপূর্বাব্দের।

প্রায় ৬০০০ বছরের পুরনো এই কঙ্কাল দুটি।

তবে কী এতোগুলো বছর ধরে মাটির তলায় নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন তারা দুই জন! রোমিও-জুলিয়েট, হীর-রঞ্ঝার প্রেমের উপাখ্যানের সঙ্গেও যেন তারা তৈরি করে নিয়েছেন তাদের নিজেদের পরিচিতি। রক্ত মাংস মিশে গেছে মাটির সঙ্গে। পড়ে রয়েছে শুধু হাড়। কালের নিয়মে তাও জরাজীর্ণ। ‘লাভার্স অফ ভালদারো’- এই নামেই লোকে চেনেন তাদের। এদের সঙ্গে জড়িয়ে রয়েছে ৬০০০ বছরের ইতিহাস।



মন্তব্য চালু নেই